যশোর সড়কের উলাশিতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে গোলাম রাব্বি পিয়াস হোসেন (১৫) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
নিহত গোলাম রাব্বি পিয়াস উলাশি ইউনিয়নের মির্জাপুর গ্রামের মজনু আলীর ছেলে ও উলাশি বর্ণমালা বিদ্যাপীঠ স্কুলের দশম শ্রেণির ছাত্র ছিল।
পুলিশ ও নিহতের স্বজন হাফিজুর রহমান জানান-বুধবার বিকালে উলাশি বাজারে তার পিতার ব্যাবসা প্রতিষ্ঠান থেকে মোটরসাইকেল চালিয়ে আরো একজন আরোহীসহ শার্শার মির্জাপুর গ্রামের বাড়িতে ফিরছিল।
তারা কামারবাড়ী মোড়ে পৌছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাকেলের সাথে মুখামুখি সংঘর্ষ হয়। এসময় দুটি মোটরসাইকেল দুমড়ে মুচড়ে যায়। স্থানীয়রা আহত ৩জনকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে পাঠায়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় গোলাম রাব্বি পিয়াসের।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আকিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2024 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.