যশোর জেলা প্রতিনিধি : যশোরে স্কুলের দপ্তরীর হাইফার আলী (৫১) নামে একজনের গলাকাটা মৃতদেহ উদ্ধার হয়েছে
শনিবার সকালে সদর উপজেলার নওদা গ্রামের আব্দুস সাত্তারের বাড়ির পাশ থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়। লাশের ময়নাতদন্ত যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে সম্পন্ন হয়েছে। নিহত হাইফার আলী নওদা গ্রামের মৃত হানেফ আলীর ছেলে। তিনি মমিননগর মাধ্যমিক বিদ্যালয়ের দপ্তরী পদে কর্মরত ছিলেন।
নিহতের চাচা এজাজ জানান, পারিবারিক দ্বন্দের জের ধরে তার ভাইপো হাইফার গাছিদা দিয়ে নিজের গলাকেটে আত্মহত্যা করেছেন। প্রথমে স্থানীয় লোকজন তার গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে বাড়ির লোকজন খবর শুনে ঘটনাস্থলে যান। বেলা ১১ টার দিকে পুলিশ তার মৃতদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠায়।
সূত্র জানায়, হাইফার আলীর মৃত্যু নিয়ে নানা গুঞ্জন থাকার কারণে তার স্ত্রী রুশিয়া বেগম, ছেলে রাশেদুল ইসলাম, ভাইপো মামুন ও প্রতিবেশী রাজাকে ডিবি কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসা করা হচ্ছে।
কোতয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজুল ইসলাম জানান, হাইফার আলীর মৃত্যু নিয়ে সন্দেহ রয়েছে। প্রাথমিক অবস্থায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। লাশের ময়নাতদন্ত প্রতিবেদন হাতে আসলে এটি হত্যাকান্ড না আত্মহত্যা নিশ্চিত হওয়া যাবে।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.