যশোর প্রতিনিধি: যশোরের ঝিকরগাছার পল্লীতে একটি পরিবারের সকলকে (চেতনানাশক স্প্রে) অজ্ঞান করে মোটরসাইকেল, স্বর্ণালঙ্কারসহ ঘরের সমস্ত মালামাল লুট করে নিয়ে গেছে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার গদখালী ইউনিয়নের পটুয়াপাড়া গ্রামে। এ ঘটনায় ওই পরিবারের ৪জন মারাত্মক আহত হয়ে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
এলাকাবাসী জানান, অজ্ঞাতনামা দুর্বৃত্তরা পটুয়াপাড়া গ্রামে মৃত এজের আলীর বড় ছেলে ফুল ব্যবসায়ী আশিকুল ইসলামের (৪৮) বাড়ির জানালা দিয়ে গভীর রাতে চেতনানাশক স্প্রে করে। ফলে আশিকুল ইসলাম, তার বৃদ্ধ চাচা মোয়াজ্জিন আব্দুল মালেক (৭৫), স্ত্রী শাপলা খাতুন (৩৫) ও শ্যালক আরিফ হোসেন (২০) জ্ঞান হারিয়ে ফেলেন। এরই এক পর্যায়ে দুর্বৃত্তরা ঘরের জানালার নিচের অংশের ইট ভেঙে ভেতরে প্রবেশ করে। তারা ঘরে থাকা ১১০ সিসির একটি ডিসকভার মোটরসাইকেল, কয়েক ভরি স্বর্ণালংকার, নগদ টাকাসহ ঘরে অন্যান্য দামি জিনিসপত্র নিয়ে যায়। ভোরে আশিকুর রহমানের চাচা পটুয়াপাড়া জামে মসজিদের মোয়াজ্জেন আব্দুল মালেক মসজিদে আযান না দেয়ায় মুসল্লি মেছের আলী তাকে ডাকতে আসলে ঘটনা জানাজানি হয়। পরে তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে গুরুতর অসুস্থ অবস্থায় অসুস্থদের ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। খবর পেয়ে ঝিকরগাছা থানা পুলিশসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকজন ঝিকরগাছা হাসপাতাল পরিদর্শন করেন। আশিকুর রহমানের বৃদ্ধ মা শাহানারা বেগম, চাচি নুরনাহার ও ছোটভাই সাগর হোসেন জানান, দুর্বৃত্তরা আশিকুরের বাড়ি থেকে একটি মোটরসাইকেল, ৫টি মোবাইলফোন সেট, কয়েক ভরি স্বর্ণালঙ্কারসহ দামি জিনিসপত্র নিয়ে গেছে। বিষয়টির সুষ্ঠু তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে বলে ঝিকরগাছা থানার ডিউটি অফিসার এস আই সুমন বিশ্বাস জানিয়েছেন।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.