বিজিবির ৪৯ ব্যাটালিয়নের সদস্যরা সীমন্তবর্তী যশোরের চৌগাছা উপজেলার লক্ষীপুর থেকে দেড় কেজি ওজনের ১৩টি সোনার বার উদ্ধার করেছে।
বিজিবি জানিয়েছে, গত ৩১ মার্চ সন্ধ্যা ৬টার দিকে তাদের কাছে গোপন সংবাদ আসে এক ব্যক্তি ভারতে সোনার বার পাচারের জন্য লক্ষীপুর সীমান্তের দিকে যাবে।সে সময় বিজিবি সদস্যরা কপোতাক্ষ নদের তীরে ওৎ পেতে বসে থাকে। ওই ব্যক্তি সেখান পৌঁছানোর সাথে সাথে তাৎক্ষণিকভাবে বিজিবি সদস্যদের ধাওয়া করলে ভারতে দৌড়ে পালিয়ে যায় লুঙ্গি পরিহিত ব্যক্তি কিন্তু দৌড়ানোর সময় লুঙ্গির গাট থেকে ১৩ সোনার বার পড়ে যায়। বিজিবি সদস্যরা সেগুলো উদ্ধার করে। উদ্ধারকৃত সোনার মূল্য এক কোটি সাড়ে বায়ান্ন লাখ টাকা।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2024 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.