যশোর সংবাদদাতা
র্যাব-৬,সিপিসি -৩ কোম্পানি অধিনায়ক মেজর মোহাম্মদ মো: সাকিক হোসেন এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, নিয়মিত টহলের অংশ হিসেবে র্যাব-৬, সিপিসি- ৩, যশোর ক্যাম্পের এর একটি চৌকস আভিযানিক দল ২৬ মার্চ বিকালে গোপন সংবাদের মাধ্যমে ৩৯৬ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছেন।
জানা গেছে, জেলার বেনাপোল পোর্ট থানাধীন পুটখালী ইউনিয়ন এর পুটখালী গ্রামের বিশাল গরু ফার্মের নিকট অভিযান পরিচালনা পুটখালী গ্রামের আজিজুর রহমানের পুত্র হাফিজুর রহমান (৩০) ও বালুন্ডা গ্রামের সিরাজুলের পুত্র মোঃ ইসরাফিল (২৮) কে বেনাপোল পোর্ট এলাকা থেকে গ্রেফতার করে।
এ সময় উপস্থিত সাক্ষীদের সম্মুখে গ্রেফতারকৃত আসামীদ্বয়কে জিজ্ঞাসাবাদে তাদের দেখানো ও সনাক্ত মতে উক্ত ফার্মের উত্তর পার্শের মোঃ রেজাউল এর পতিত জমির কলা গাছের ঝোপের মধ্য হইতে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ০২ টি বস্তায় বিশেষভাবে রক্ষিত ৩৯৬ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়, সীমান্তবর্তী এলাকায় বসবাস হওয়ার সুযোগে তারা যশোর সহ দেশের বিভিন্ন জেলায় বেশি দামে সরবরাহ/বিক্রয় করে থাকে। গ্রেফতারকৃত হাফিজুর রহমান এর বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে ২ টি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১ টি মামলা বিচারাধীন রয়েছে এবং আসামী মোঃ ইসরাফিল এর বিরুদ্ধে মাদক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১ টি বিচারাধীন রয়েছে।
জব্দকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীদ্বয়কে যশোর জেলার বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করে মাদক আইনে মামলা রুজু করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.