র্যাব-৬ যশোর ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, ইজিবাইক চোর চক্রের সদস্যরা চোরাই ইজিবাইক বিক্রয়ের উদ্দেশ্যে যশোর জেলার মনিরামপুর থানা এলাকায় অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য আভিযানিক দলটি ১৪ মার্চ ২০২৩ খ্রি: তারিখ মধ্যরাতে যশোর জেলার মনিরামপুর থানাধীন জামজামি এলাকায় অভিযান পরিচালনা করে সংঘবদ্ধ গাড়ি চোর চক্রের মূল হোতা মোঃ সবুজ হাসান (৩০) কে আটক করে। জিজ্ঞাসাবাদে তার দেওয়া তথ্য মতে তার সহযোগী আসামী মোঃ আশিক হোসেনক (৩০), মনিরামপুর থেকে গ্রেফতার করে। আশিকের হেফাজত হতে চোরাইকৃত ০১ টি ইজিবাইকও উদ্ধার করা হয়। পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীদ্বয়ের দেওয়া তথ্য মতে আসামী শামিম শাহাজী (৩৫) অভয়নগর থেকে গ্রেফতার করা হয়। আসামী শামীম শাহাজীর হেফাজত হতে আরো একটি চোরাই ইজিবাইক উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীদেরকে যশোর জেলার মনিরামপুর থানায় হস্তান্তর করে আসামীদের বিরুদ্ধে চুরি মামলা রুজু করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.