আব্দুস সাত্তার সুমন
যাকাত মনে হয় বাবা-দাদার ধন
যাকাত গরিবের হক, আল্লাহ বিধান।
নিম্ন নিসাব অনুপাতে, যাকাত দিতে হবে
মালের বিশুদ্ধতায় সম্পত্তি, তবে বৃদ্ধি পাবে।
০৮টি খাতে দিতে হবে, লেখা আছে কুরআনে
অজুহাত না দেখিয়ে, দিও তাহার স্মরণে।
যতই করো তাল বাহানা, হিসাব এবার চাই
বিচারের কাঠগড়ায়, তোমার উপায় নাই।
হারাম টাকা, হারাম দেহ, তৈরি কেন করো
ইবাদত কবুল হবে না, যাকাত নাহি ভরো।
কঠিন আজাব হবে, তীক্ষ্ণ দোযখের আগুন
শরীর হবে খন্ড-বিখন্ড, তাপ হইবে দ্বিগুণ।
প্রচুর সম্পত্তির মালিক তুমি, দিয়েছেন যিনি!
চোখের পলকে নিঃস্ব করে, দিতে পারেন তিনি।
সব মালের যাকাত পরিশুদ্ধতা করতে হবে সবার
এক বছর অতিবাহিত হলেই, দিতে হবে আবার।