নিজস্ব প্রতিনিধি
রাজধানী যাত্রাবাড়ী থানাধীন গোবিন্দপুর শনি আখড়ায় গৃহবধূকে ধর্ষণের চেষ্টা ও শীলতাহানি সহ মারধরের অভিযোগ পাওয়া গেছে।
যাত্রাবাড়ী থানা এলাকার গোবিন্দপুর শনির আখড়ার আপন ছোট ভাই এর স্ত্রী কে গত ০৮-১১-২০২৩ ইং তারিখ তার ভাসুর শামীম খান নামক ব্যক্তি ধর্ষণের চেষ্টা ও শীলতাহানি সহ মারধর করেছেন এমনই অভিযোগ ভুক্তভোগী নারীর। ভুক্তভোগী আরও জানান যে তিনি বাদী হয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পুলিশের আইজিপি, ও পুলিশ কমিশনার বরাবর লিখিত অভিযোগ করেছেন। তার অভিযোগ থেকে জানা যায়, ওই নারী (৩৭) কিছুদিন যাবত আমার ভাসুর শামীম খান পিতা:-মৃত সোরাব খান, এর কু নজর পরে আমার দিকে, এবং বিভিন্ন সময় আমার স্বামী বাড়িতে উপস্থিত না থাকিতে দেখিলে আমাকে খারাপ ভাবে শারীরিক সম্পর্ক করার জন্য প্রস্তাব দেয়, এবং গত ০৮-১১-২০২৩ ইং তারিখে সকাল আনুমানিক ৯ ঘটিকার সময় আমার স্বামী মামুন খান বাড়িতে না থাকায় আমার ভাসুর দুশ্চরিত্রহীন লম্পট শামিম খান আমার নিজ ঘরে প্রবেশ করিয়া আমাকে জোর পূর্বক ধর্ষণের চেষ্টা করেন আমি বাধা দিলে আমাকে শীলতাহানি সহ অ-মানুবিক ভাবে মারধর করেন এবং আমাকে হুমকি স্বরূপ বলেন আমি আমার স্বামী অথবা পুলিশ প্রশাসনকে এই ঘটনা জানাইলে আমাকে প্রাণে মারিয়া ফেলিবে ও আমার স্বামী সন্তানদের মেরে লাশ গুম করে ফেলবে। আমি দিশেহারা হইয়া আমার স্বামী রাতে বাসায় আসার পর আমার সাথে সকালে যা ঘটেছে পুরো বিষয়টি আমার স্বামী কে জানাই এবং পরের দিন সকালে আমাকে ঢাকা মেডিকেলে নিয়ে চিকিৎসা করায় । তারপর আমার স্বামী পারিবারিক ভাবে সকলকে বিষয়টি জানালে তারা আমার এ বিষয়টি সমাধান না করতে পারায় । আমি গত ১৩/১১/২০২৩ ইং তারিখ যাত্রাবাড়ী থানায় একটি লিখিত অভিযোগ করি পরবর্তীতে আমার অভিযোগের তদন্ত কর্মকর্তা আমাকে থানায় ডাকিয়া পুনরায় ঘটনার বিবরণ শুনতে চাইলে আমি তদন্ত কর্মকর্তাকে ঘটনা খুলিয়া বলি এবং আমার অভিযোগের তদন্ত কর্মকর্তা দীর্ঘ দিন অতিক্রম হওয়ার পর জানিতে পারিলাম ও বুঝিতে সক্ষম হইলাম যে আমার অভিযোগের তদন্ত কর্মকর্তা যাত্রাবাড়ী থানার এস আই রফিক আমার ভাসুর শামীম খান এর হইতে ঘুষ বাবদ নগদ অর্থ নিয়া আমার অভিযোগের পরিপ্রেক্ষিতে ব্যবস্থা নিতে টাল বাহানা করিতেছেন তাই ন্যায় বিচারের স্বার্থে আমার এবং আমার স্বামী সন্তানদের জানের নিরাপত্তার জন্য অদ্য -০৪/১২/২০২৩ ইং তারিখ স্বরাষ্ট্র মন্ত্রণালয় সহ বিভিন্ন দপ্তরের লিখিত অভিযোগ করেছি।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.