সরকার জামাল, ঢাকা
যাত্রাবাড়ীতে দীপ্ত টিভির সাংবাদিকের উপর হামলার ঘটনায় দুই জনকে আটক করেছে পুলিশ।
হামলার শিকার সাংবাদিকের নাম সোহাগ আহমেদ। তিনি দীপ্ত টিভিতে সিটি রিপোর্টার হিসাবে কাজ করছেন।
আটককৃতরা হলেন-কথিত নাম ধারি সাংবাদিক সানি ও চাঁদাবাজ মোঃ আবুল।
ঘটনায় জানাযায়, সোমবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে সাংবাদিক সোহাগ দায়িত্ব পালন করা কালীন সময়ে যাত্রাবাড়ী চৌরাস্তায় পৌঁছালে উল্টোদিক থেকে আসা একটা লেগুনা গাড়ীর ধাক্কায় তিনি বাইক থেকে ছিটকে পড়ে যায়। তিনি উঠে লেগুনাটিকে আটক করতে গেলে আটককৃতসহ আরো ৭/৮ জন তাকে বাধা দেয়। এক পর্যায়ে কথিত নাম ধারি সাংবাদিক সানি ও চাঁদাবাজ আবুল এবং অন্যন্যরা তার উপর হামলা করে তাকে আহত করে।
ঘটনার পরে স্থানীয়রা তাকে উদ্ধার একটি ক্লিনিকে চিকিৎসা দিয়ে সুস্থ করে। এ ঘটনায় তিনি যাত্রাবাড়ী থানায় সানি ও আবুলসহ অজ্ঞাত ৭/৮ কে আসামী করে একটি অভিযোগ দায়ের করে। অভিযোগের পরিপেক্ষিতে রাত নয়টার দিকে অভিযুক্ত সানি ও আবুলকে আটক করে পুলিশ। আরো জানা যায় কথিত নাম ধারি সাংবাদিক সানি ও চাঁদাবাজ আবুল যাত্রাবাড়ি মাছ বাজার এলাকা সহো যাএাবাড়ি এলাকায় চাঁদাবাজ ও বিভিন্ন অপকর্মের সাথে জড়িত।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.