এরশাদুল হক, ভ্রাম্যমান প্রতিনিধি
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার যাদুকাটা নদীর বিন্নাকুলী এলাকায় “বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০” এর আওতায় শনিবার (১১ অক্টোবর ২০২৫) জেলা প্রশাসনের উদ্যোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।
অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসন, সুনামগঞ্জের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব এস. এম. ইয়াসীর আরাফাত। মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা করেন বাদাঘাট পুলিশ ফাঁড়ির সদস্যবৃন্দ এবং পরিবেশ অধিদপ্তর, সুনামগঞ্জ জেলার সহকারী পরিচালক জনাব মোহাইমিনুল হক।
অভিযান চলাকালে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০–এর ৪ ধারায় দুইটি মামলা দায়ের করা হয়। এ সময় সংশ্লিষ্ট অপরাধীদের মোট ২ লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযানে সার্বিক দিকনির্দেশনা প্রদান করেন তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মো. মেহেদী হাসান মানিক।
জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা জানান, যাদুকাটা নদীসহ সীমান্তবর্তী এলাকায় অবৈধ বালু উত্তোলন রোধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.