পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মুহাম্মদ ইসহাক দার, গত (শনিবার), চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে ফোনালাপ করেন।
ফোনালাপে পাকিস্তান-ভারত সংঘাতের সর্বশেষ পরিস্থিতি তুলে ধরে দার বলেন, তার দেশ ভারতের সাথে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষর করতে চায়, কিন্তু আগের মতোই সতর্ক থাকবে। পাকিস্তানের সার্বভৌমত্ব লঙ্ঘনকারী যেকোনো অপতৎপরতার সমুচিত জওয়াব দেওয়া হবে।
যুদ্ধবিরতি অর্জন ও যুদ্ধ বন্ধে মধ্যস্থতার জন্য তিনি চীনকে ধন্যবাদ জানান এবং চীন ও আন্তর্জাতিক সমাজের সাথে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখার আগ্রহ প্রকাশ করেন।
এ সময় ওয়াং ই বলেন, পাকিস্তান ও ভারতের প্রতিবেশীদেশ হিসেবে, দু’দেশের মধ্যে সংঘাতে চীন উদ্বিগ্ন। সংঘর্ষে হতাহত পাকিস্তানি বেসামরিক নাগরিকদের জন্য চীনের সমবেদনা। পাকিস্তানের সার্বভৌমত্ব ও মর্যাদা রক্ষার প্রচেষ্টাকে চীন সমর্থন করে যাবে।
তিনি আরও বলেন, পাকিস্তান পরিস্থিতি শান্তভাবে মোকাবিলা করবে এবং নিজের মৌলিক ও দীর্ঘমেয়াদী স্বার্থের সাথে সঙ্গতিপূর্ণ একটি সিদ্ধান্ত নেবে বলে চীন আশা করে।
সূত্র : ছাই-আলিম-ওয়াং হাইমান,চায়না মিডিয়া গ্রুপ।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.