১০ই মার্চ, গত সোমবার চীনের ১৪তম গণরাজনৈতিক পরামর্শ সম্মেলন (সিপিপিসিসি)-র জাতীয় কমিটির তৃতীয় অধিবেশন বেইজিংয়ে শেষ হয়েছে। সিপিপিসিসি’র চেয়ারম্যান ওয়াং হু নিং সমাপ্তি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। চীনা প্রেসিডেন্ট সি চিন পিং অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এবারের অধিবেশনে ১৪তম সিপিপিসিসি’র তৃতীয় অধিবেশনের স্থায়ী সদস্যদের সম্মেলনের কর্ম-প্রতিবেদনের ধারা, ১৪তম সিপিপিসিসি’র জাতীয় কমিটির কর্ম-প্রতিবেদন, ১৪তম সিপিপিসিসি’র সদস্যদের প্রস্তাবগুলো যাচাই’র প্রতিবেদন, এবং ১৪তম সিপিপিসিসি’র সদস্যদের তৃতীয় অধিবেশনের রাজনৈতিক সিদ্ধান্তসমূহ গৃহীত হয়।
অধিবেশনে, গত ৫ মার্চ রাত ৮টা পর্যন্ত, মোট ৫৮৯০টি প্রস্তাব উত্থাপন করা হয়। ৪ মার্চ শুরু হওয়া অধিবেশনে চীনের ৩৪টি মহলের ২ সহস্রাধিক সদস্য গভীরভাবে আলোচনা করে ব্যাপক মতৈক্যেও পৌঁছান।
উত্থাপিত ৫৮৯০টি প্রস্তাবের মধ্যে ৫০০২টি আরও আলোচনার জন্য গৃহীত হয়। এর মধ্যে সদস্যদের কর্তৃক ব্যক্তিগতভাবে উত্থাপিত প্রস্তাবের সংখ্যা ৪৫৩১টি এবং সামষ্টিকভাবে উত্থাপিত প্রস্তাব ৪৭১টি।
উদ্বোধনী অনুষ্ঠানে চেয়ারম্যান ওয়াং হু নিং বলেন, সকল সদস্যের যৌথ প্রচেষ্টায়, এবারের অধিবেশনের বিভিন্ন কার্যক্রম সফলভাবে শেষ হয়। তিনি বলেন, অব্যাহতভাবে রাজনৈতিক পরামর্শ এবং রাজনৈতিক বিষয়ে গণতান্ত্রিক তত্ত্বাবধান ও অংশগ্রহণের স্তর উন্নীত করতে হবে।
সূত্র : ছাই-ওয়াং হাইমান-আলিম, চায়না মিডিয়া গ্রুপ।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.