দিনাজপুরের ফুলবাড়ীতে রংপুর বিভাগীয় সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী কাম প্রহরীদের মিলন মেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় আফতাগঞ্জ বাজারে, রংপুর বিভাগের প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী কাম প্রহরী সংগঠনের আয়োজনে দিনাজপুর দপ্তরী কাম প্রহরী সংগঠনের সাধারণ সম্পাদক সাধন কুমার রায় এর সঞ্চালনায় নবাবগঞ্জ উপজেলার দপ্তরী কাম প্রহরী সংগঠনের সভাপতি মোঃ বজলুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ দপ্তরী কাম প্রহরী সংগঠনের রংপুর বিভাগের সভাপতি মোঃ ফেরদৌস আহম্মেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর বিভাগের সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম। এসময় রাজশাহী বিভাগের সভাপতি মোঃ ডালিম হোসেনসহ রংপুর বিভাগের সকল জেলা ও উপজেলার সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বাংলাদেশের সকল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী ও প্রহরীদের জাতীয় করনের জন্য সরকারের সু-দৃষ্টি কামনা করেন।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.