কুমিল্লার মুরাদনগরে আসন্ন পবিত্র মাহে রমজান উপলক্ষে নিজস্ব অর্থায়নে পুরো রমজান মাস মুরাদনগর বাজারকে ইজারা মুক্ত ঘোষণা দিয়েছেন সংসদ সদস্য আলহাজ¦ ইউসুফ আব্দুল্লাহ হারুন এফসিএ। শনিবার বিকেলে উপজেলা সদরের উত্তর পাড়া এলাকায় ইফতার সামগ্রী বিতরণ কালে তিনি এ ঘোষণা দেন।
এসময় প্রতি বছরের ন্যায় উত্তর পাড়া এলকার ৪৫০টি পরিবারের মাঝে ২ লিটার ভোজ্য তেল, ২ কেজি ছোলা, ৩ কেজি পেয়াঁজ, ১ কেজি খেজুর, ১ কেজি মুড়ি, ১ কেজি ডালসহ ১০ কেজির একটি করে প্যাকেট বিতরণ করেন।
এর আগে মুসলেম উদ্দিন আলিয়া মাদ্রাসা মাঠে নায়েব আলী মাষ্টারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাংসদ ইউসুফ আব্দুল্লাহ হারুন এফসিএ। এ সময় তিনি বলেন, রমজানের শিক্ষা হচ্ছে সিয়াম সাধনা করা, জনগণের সেবা এবং অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে কল্যানমুলক কাজ করা।
আহসান হাবীব শামীমের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম সরকার, বর্তমান উপজেলা ভাইস চেয়ারম্যান এড্যা. আবুল কালাম আজাদ তমাল, মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কামরুজ্জামান তালুকদার, সদরের ইউপি চেয়ারম্যান কাজী তুফরিজ এটন, ইউপি চেয়ারম্যান আবু মুসা আল কবির, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম সাহেদ, ত্রাণ ও সমাজকল্যান সম্পাদক আক্তার হোসেন, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মোঃ রুহুল আমিন, কুমিল্লা উত্তর জেলা কৃষকলীগের সদস্য মোঃ হেলাল উদ্দিন চৌধূরী, উপজেলা কৃষকলীগের সহ-সভাপতি মোঃ হাসান, ইউপি সদস্য মোঃ বাদশা প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.