মো.কাওসার, রাঙামাটি
ক্রীড়াঙ্গনের উন্নয়ন, শেখ হাসিনার দর্শন" এই প্রতিপাদ্যে রাঙামাটিতে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উদযাপন করা হয়েছে।
আজ ৬ এপ্রিল শনিবার, সকালে রাঙামাটি জেলা প্রশাসনের উদ্যোগে রাঙামাটি শহরের হ্যাপির মোড় এলাকা থেকে দিবসটি উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে জেলা প্রশাসক কার্যলয়ের সামনে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন, রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশাররফ হোসেন খান।
আলোচনা সভায় প্রধান অতিথি বলেন, জেলার বেশ কয়েকজন কৃতি নারী ফুটবলার জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে ফুটবল খেলে দেশের সুনাম বয়ে আনছেন। কাউখালী উপজেলা থেকে বেশ কিছু ক্রীড়াবিদ তৈরি হয়েছে, যারা দেশের জন্য এবং জেলার জন্য অনেক সম্মান বয়ে এনেছেন, কাউখালী উপজেলাকে ক্রীড়াবিদ তৈরির সূতিকাগার বলেও তিনি অভিমত ব্যক্ত করেন। রাঙ্গামাটি জেলার ক্রীড়াবিদরা দেশ এবং আন্তর্জাতিক অঙ্গনে দেশের জন্য আরও সম্মান বয়ে আনবেন বলে তিনি প্রত্যাশা ব্যক্ত করেন।
এসময় রাঙামাটি অতিরিক্ত জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. শফিউল আজম, সদর উপজেলা নির্বাহী অফিসার রিফাত আসমা, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন ইসলাম সহ সংশ্লিষ্টরা।
সভা শেষে জেলার ৬-জন কৃতি ক্রীড়াবিদদের সংবর্ধনা প্রদান করা হয়।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2024 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.