মো.কাওসার, রাঙামাটি
রাঙামাটিতে ডাঃ রোমেল চাকমার উপর হামলাকারীদের অনতিবিলম্বে গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৮ জানুয়ারি) সকালে জেলা প্রশাসক কার্যালয়ের দক্ষিণ গেইট সম্মুখে রাঙামাটি সচেতন নাগরিক সমাজ এর উদ্যোগে ঘন্টাব্যাপী মানববন্ধন চলাকালীন সময় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক বসুমিত্র চাকমা।
মানববন্ধনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, রাঙামাটি জেলা ইনডিপেনডেন্ট টেলিভিশন প্রতিনিধি হিমেল চাকমা, রাঙামাটি সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ এবং জাতীয় মানবাধিকার কমিশন সদস্য বানচিতা চাকমা, রাঙামাটি সচেতন নাগরিক সমাজ সাবেক আহ্বায়ক এবং রাঙামাটি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষিকা অঞ্জুলিকা খীসা, রাঙামাটি জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার আল হক।
আয়োজিত মানববন্ধনে বক্তারা অবিলম্বে ডা. রোমেল চাকমার উপর হামলাকারী এবং উক্ত ঘটনায় জড়িত আসামীদের গ্রেফতার করে বিচারের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান।
এ সময় রাঙামাটি জেনারেল হাসপাতালের ডাক্তার শায়েনী তালুকদারসহ রাঙামাটির সচেতন নাগরিক সমাজ এবং স্থানীয় গণমাণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.