মোঃ কাওসার, রাঙামাটি
রাঙামাটির তরুণদের স্মার্ট কর্মসংস্থানের জন্য ১০০ কোটি টাকা ব্যয়ে শেখ কামাল আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টার নির্মাণ করা হবে বলে জানিয়েছেন ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক।শুক্রবার (০৫ এপ্রিল) দুপুরে রাঙামাটির প্রধান ডাকঘর পরিদর্শন শেষে সাংবাদিকদের একথা জানান তিনি।
তিনি আরো বলেন, প্রত্যেকটি পোস্ট অফিসকে স্মার্ট সার্ভিস পয়েন্টে রুপান্তর করা হবে। যেখান থেকে একজন নাগরিক ৩২৫ ধরণের সরকারি সেবা গ্রহণ করতে পারবেন। আগামী মে মাসের মধ্যে রাঙামাটি প্রধান ডাকঘরে পাবলিক প্রাইভেট পার্টনারশীপের ভিত্তিতে স্মার্ট পয়েন্ট সার্ভিস স্থাপন করা হবে।প্রতিমন্ত্রী বলেন, বিগত ১৫ বছরে পার্বত্য জেলা রাঙামাটির যে উন্নয়ন হয়েছে তা অভাবনীয়। মাননীয় প্রধানমন্ত্রীর একান্ত ইচ্ছার ফলেই এটি সম্ভব হয়েছে।
এর আগে প্রতিমন্ত্রী রাঙামাটির বেতবুনিয়ায় অবস্থিত বঙ্গবন্ধু স্যটেলাইটের সেকেন্ডারি গ্রাউন্ড স্টেশন ও রাঙামাটি বিটিসিএল কার্যালয় পরিদর্শন করেন।এ সময় উপস্থিত ছিলেন, রাঙামাটির সংসদ সদস্য দীপংকর তালুকদার, জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান, পুলিশ সুপার মীর আবু তৌহিদসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.