রাঙামাটি প্রতিনিধি
'স্মার্ট বাংলাদেশ গড়ি, ভোক্তাদের স্বার্থে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করি' এই প্রতিপাদ্যে রাঙামাটিতে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত হয়েছে।শুক্রবার ১৫ই মার্চ সকালে রাঙামাটি জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশাররফ হোসেন খান এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম, জেলা খাদ্য নিয়ন্ত্রক কানিজ জাহান বিন্দু, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাঙামাটি জেলা কার্যালয়ের সহকারী পরিচালক (অঃদাঃ) রানা দেব নাথ, স্থানীয় জনপ্রতিনিধি, জেলার বিভিন্ন ব্যবসায়ি সহ গণমাধ্যমকর্মীরা।
আলোচনা সভায় জেলা প্রশাসক তার বক্তব্যে বলেন, ব্যবসায়ীদের উচিত নীতি-নৈতিকতা এবং সততার সাথে ব্যবসা করা, যাতে সাধারণ মানুষ পণ্য ক্রয় করে না ঠকে। তাছাড়া মানব স্বাস্থ্যের কথা বিবেচনা করে, পন্য সামগ্রীতে মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর দ্রব্য যাতে মিশ্রণ করা না হয় সেদিকেও যাতে ব্যবসায়িসহ সকলে মনোযোগ দেয়।
আলোচনা সভায় বক্তারা, দৈনন্দিন জীবনের নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী ভোক্তাদের সহনশীল পর্যায়ে রাখাসহ পবিত্র রমজান মাসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখার আহবান জানান।
আলোচনা সভার আগে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে দিবসটি উপলক্ষে র্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যলয়ের সামনে এসে শেষ হয়।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.