মো: নাজমুল হোসেন ইমন, স্টাফ রিপোর্টার
পর্যটনশিল্পকে এগিয়ে নিতে এবং স্থানীয় তরুণদের দক্ষ মানবসম্পদে পরিণত করতে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে চলছে মাসব্যাপী ট্যুর গাইড প্রশিক্ষণ কর্মসূচি। প্রশিক্ষণের আজ ছিল পঞ্চম দিন।
এদিন ক্লাস নেন ট্যুরিস্ট পুলিশ রাঙামাটি রিজিয়নের সম্মানিত পুলিশ সুপার জনাব নিহাদ আদনান তাইয়ান। তিনি প্রশিক্ষণার্থীদের নিরাপদ পর্যটন, পর্যটকদের সেবা প্রদান, আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলা এবং পর্যটনবান্ধব পরিবেশ গড়ে তুলতে গাইডদের ভূমিকা বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।
রাঙামাটি শুধু প্রাকৃতিক সৌন্দর্যের খনি নয়, এখানকার সংস্কৃতি, ঐতিহ্য ও আতিথেয়তা পর্যটকদের কাছে বিশেষ আকর্ষণ। একজন দক্ষ ট্যুর গাইড এই সৌন্দর্যকে সঠিকভাবে উপস্থাপন করতে পারলেই দেশি-বিদেশি পর্যটকের সংখ্যা বাড়বে। এতে স্থানীয় অর্থনীতিও চাঙ্গা হবে।
প্রশিক্ষণে অংশ নেওয়া একাধিক তরুণ জানান, এই কোর্স তাদের জন্য নতুন দিগন্ত খুলে দিয়েছে। পর্যটন সেক্টরে কাজ করার বাস্তব অভিজ্ঞতা ও দিকনির্দেশনা পাচ্ছেন তারা।
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য ও পর্যটন বিভাগের আহ্বায়ক মো. হাবীব আজম বলেন, আমাদের লক্ষ্য শুধু পর্যটন বাড়ানো নয়, তরুণদের কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরি করা। প্রশিক্ষণ শেষে সনদপ্রাপ্ত গাইডরা দেশের বিভিন্ন পর্যটন কেন্দ্রে কাজ করতে পারবে।
রাঙামাটিকে ঘিরে গড়ে উঠেছে দেশের অন্যতম বড় পর্যটন শিল্প। তাই পর্যটকদের নিরাপদ ভ্রমণ ও পেশাদার গাইডের অভাব পূরণে এই উদ্যোগকে মাইলফলক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.