মো: কাওসার, স্টাফ রিপোর্টার, রাঙ্গামাটি: দেশব্যাপী বিএনপি সন্ত্রাসীদের বর্বর হামলা ও অগ্নিকাণ্ডের প্রতিবাদে রাঙ্গামাটি জেলা আওয়ামীলীগ এবং সকল অঙ্গ এবং সহযোগী সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল এবং শান্তি সমাবেশে করেছে বাংলাদেশ আওয়ামীলীগ রাঙ্গামাটি জেলা শাখা। বৃহস্পতিবার (সকালে ১০টায়) রাঙামাটি জেলা আওয়ামী লীগের উদ্যোগে পৌর চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বনরূপায় গিয়ে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়।
শান্তি সমাবেশে জেলা আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক মুসা মাতাব্বর এর সঞ্চালনায় বক্তব্য রাখেন রাঙামাটি সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি দীপক চাকমা, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মনসুর আলী, সহ-সভাপতি অংসুই প্রু চৌধুরী ও ২৯৯ নং সংসদীয় আসনের মাননীয় সংসদ সদস্য ও কেন্দ্রীয় আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য এবং জেলা আওয়ামী লীগের সভাপতি দীপংকর তালুকদর এমপি।
দীপংকর তালুকদার তার বক্তব্যে বলেন, সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নাই। দেশের প্রত্যেক নাগরিককে সংবিধান মানতে হবে। আমাদেরও সাফ কথা, সংবিধানের বাহিরে আমরা এক চুলও যাব না। এই সরকারের অধীনে নির্বাচন হতে হবে এবং এই সরকারে অধীনেই নির্বাচন হবে।দীপংকর তালুকদার আরও বলেন, আওয়ামী লীগ মাঠে ঘাটে থাকা দল। রাজপথে নৈরাজ্য করলে এবার থেকে আর প্রতিবাদ নয়, প্রতিরোধ করা হবে। সমাবেশ জেলা আওয়ামী লীগের নেতাকর্মী ছাড়াও ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিকলীগ, মহিলা আওয়ামীলীগ সহ অন্যান্য অংগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.