মো.কাওসার: হ্রদ পাহাড়ের জেলায় এই সময়ে কাপ্তাই হ্রদের পানি কমতে শুরু করে। হ্রদের পানি কমতে শুরু করলে জলে ভাসা জমিতে সবজি ও ধানের আবাদ করেন এখানকার কৃষকরা বিশেষ করে বোরো ধানের আবাদ হয় বেশি । নভেম্বর ডিসেম্বর থেকে জলে ভাসা জমিতে স্থানীয় কৃষক কৃষানীরা চাষাবাদের কাজ শুরু করেন।
সরজমিনে ঘুরে রাঙ্গামাটি শহরের অদূরে রাঙাপানি এলাকায় গিয়ে দেখা যায় এখানকার স্থানীয় কৃষকরা বোরো ধানের চারা রোপণে ব্যস্ত সময় পার করছেন। এ সময় কথা হয় স্থানীয় কৃষক সুরু মনি চাকমা'র সাথে।তিনি জানান এবার আড়াই কানি জমিতে তিনি বোরো ধানের আবাদ প্রায় সম্পন্ন করেছেন। তবে কৃষি উপকরণের মূল্য কিছুটা বৃদ্ধি পাওয়ায় উৎপাদন ব্যয় বাড়বে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেছেন । তবে তিনি আশাবাদী,কাপ্তাই হ্রদের জলে ভাসা উর্বর জমিতে ধানের ফলন ভালো হবে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রাঙ্গামাটি জেলা' সূত্রে জানা গেছে, কাপ্তাই হ্রদে জলে ভাসা জমির পরিমাণ ১৬,৫৩০ হেক্টর,তার মধ্যে বোরো ধানের আবাদ হয়ে থাকে ৯১০০ হেক্টর জমিতে। আজ পর্যন্ত বোরো ধানের আবাদ হয়েছে ৬৪৮০ হেক্টর জমিতে। কারিগরী সহায়তাসহ প্রনোদনা প্রকল্পের আওতায় কৃষকদেরকে সার, বীজ এবং কীটনাশক দিয়ে সহায়তা করা হচ্ছে।
আবহাওয়া, পরিস্থিতি ও পরিবেশ অনূকুলে থাকলে এবারও কাপ্তাই হ্রদের জলে ভাসা জমিতে বোরো ধানের বাম্পার ফলন হবে বলে জানান কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রাঙ্গামাটি।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.