মো: কাওসার, রাঙ্গামাটি
সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তপোধনীর মধ্য দিয়ে পার্বত্য জেলা রাঙামাটিতে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শুরু হয়েছে মহান বিজয় দিবসের কর্মসূচি।
তপোধনীর পরপরই রাঙামাটি কেন্দ্রীয় শহীদ মিনারে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন জেলার সর্বস্তরের মানুষ। প্রথমে জেলা প্রশাসনের পক্ষে রাঙামাটির জেলা প্রশাসক নাজমা আশরাফী শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করেন।
পরবর্তীতে জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশ সুপারসহ জেলা পুলিশ, জেলা স্বাস্থ্য বিভাগ, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তর, সামাজিক ও রাজনৈতিক সংগঠন, এবং জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি স্কুল ও কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা পর্যায়ক্রমে শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
শ্রদ্ধা নিবেদন শেষে বিজয় দিবস উপলক্ষে চিং হ্লা মং মারী স্টেডিয়ামে আনুষ্ঠানিক কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। কুচকাওয়াজে আইনশৃঙ্খলা বাহিনী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সংগঠনের সদস্যরা অংশগ্রহণ করেন। এ সময় অতিথিরা কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করেন। এরপরে জেলার বীর মুক্তিযোদ্ধাদের এবং তাদের পরিবারকে সম্মাননা প্রদান করা হয়।
দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে রাঙামাটিতে উদযাপিত হবে মহান বিজয় দিবস।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.