মো.কাওসার, রাঙ্গামাটি
পার্বত্য জেলা রাঙ্গামাটিতে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার(১৪ ডিসেম্বর) সকাল ১০ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় রাঙ্গামাটির জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ এর সভাপতিত্বে পুলিশ সুপার ড.এস এম ফরহাদ হোসেন,সিভিল সার্জন ডা. নুয়েন খীসা,জেলা জামাতের আমীর অধ্যাপক আব্দুল আলীম, জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আলী বাবর সহ বৈষম্যবিরোধী ছাত্র সংগঠনের প্রতিনিধি, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিক বৃন্দরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, ১৪ ডিসেম্বর বুদ্ধিজীবীদের হত্যাকান্ড ছিলো এদেশেকে পঙ্গু করে দেয়ার নীল নকশা। যদিও,তারা সফল হয়নি, তবে বুদ্ধিজীবীদের হারিয়ে এদেশ কাঙ্খিত সাফল্যে পৌছাতে পারেনি। আমাদের বুদ্ধিজীবীরা যদি বেচে থাকতো তবে এদেশ সব ক্ষেত্রে আরোও বেশী এগিয়ে যেতো। এসময় বক্তারা, ১৪ ই ডিসেম্বর সকল শহীদদের শ্রদ্ধায় স্মরন করেন।
আলোচনা সভা শেষে জেলা প্রশাসক মহোদয়,১৬ ই ডিসেম্বর উপলক্ষে জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত বিভিন্ন কর্মসূচী সম্পর্কে উপস্থিত সকলকে অবহিত করেন।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.