মো: কাওসার, রাঙামাটি
রাঙামাটির বিলাইছড়ি উপজেলার হাসপাতাল এলাকায় ভয়াবহ এক অগ্নিকান্ডে অন্তত ৬ টি বসতঘর সম্পূর্ণ পুড়ে গেছে। ২৭ মার্চ বুধবার সন্ধ্যায় এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
উপজেলা রেড ক্রিসেন্টের দলনেতা আজগর আলী জানান, আগুন লাগার খবর পেয়ে স্থানীয় এলাকাবাসী, সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে দ্রুত ছুটে আসেন এবং তারাই পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুন প্রায় ১ ঘন্টা স্থায়ী হয়। এতে ৬টি ঘর-বাড়ি সম্পূর্ণ পুড়ে যায়। আগুন লাগার কারন ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।
স্থানীয় আওয়ামী লীগের নেতা সুকুমার চক্রবর্তী জানান, উপজেলা নির্বাহী অফিসার সিফাত উদ্দিন সহ স্থানীয় জনপ্রতিনিধিরা অগ্নি দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
উল্লেখ্য, বিলাইছড়ি উপজেলার যোগাযোগ শুধু মাত্র নৌ পথ হওয়ায় রাঙামাটি ও কাপ্তাই থেকে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে যেতে পারেনি।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.