মো.কাওসার, রাঙ্গামাটি
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নিয়োগ ও শিক্ষা বৃত্তি জনসংখ্যা অনুপাতে বন্টন এবং চলমান স্বাস্থ্য বিভাগের নিয়োগ প্রক্রিয়া স্থগিত করার দাবিতে জরুরী সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ ২৬ জুন বৃহস্পতিবার সকাল ১১ টায় শহরের একটি রেস্তোরাঁয় পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ রাঙ্গামাটি জেলার আয়োজনে এই সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন মহিলা পরিষদের সাধারন সম্পাদক মোর্শেদা আক্তার,পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের সিনিয়র সহ সভাপতি মাওলানা আবু বক্কর। সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের সভাপতি মোহাম্মাদ সোলায়মান।
লিখিত বক্তব্যে মোহাম্মদ সোলায়মান বলেন,উচ্চ আদালতের রায়ের আলোকে সরকার ৭ শতাংশ কোটা রেখে অবশিষ্ট ৯৩ শতাংশ মেধার ভিত্তিতে নিয়োগের প্রজ্ঞাপন জারি করেছে, যা ২০২৪ সালের ২৩ জুলাই গেজেট প্রকাশের মাধ্যমিক চূড়ান্ত করা হয়েছে। অথচ তিন পার্বত্য জেলা পরিষদ উল্টো পথে হাঁটছে। বৈষম্য বিরোধী চেতনার অন্তর্বর্তীকালীন সরকারের সময়েও তিন পার্বত্য জেলা পরিষদ আগের মত বৈষম্য নীতি নিয়েই চলছে।
রাঙ্গামাটি জেলা পরিষদের অধীনে স্বাস্থ্য বিভাগের কর্মচারী নিয়োগের জন্য গত ২০ জুন তারিখে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে,যা আগামী ৩০ জুনের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হওয়ার কথা রয়েছে। এই নিয়োগ থেকেই পার্বত্য চট্টগ্রামের বিরাজমান বৈষম্য থেকে স্থানীয় অধিবাসীদের মুক্তি দেয়া হোক। তাই চলমান স্বাস্থ্য বিভাগের সকল নিয়োগ প্রক্রিয়া বাতিল করে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের অধীনে সকল নিয়োগ ও শিক্ষাবৃত্তি বিতরণের জনসংখ্যা অনুপাতে বন্টনের ব্যবস্থা নিতে পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান সহ সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছি।অন্যথায় জেলা পরিষদের বৈষম্য নীতি দূর করতে পার্বত্যাবাসী কঠোর আন্দোলন গড়ে তুলবে।
সাংবাদিক সম্মেলনে রাঙ্গামাটি জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.