মো. কাওসার, রাঙ্গামাটি
বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান(বিকেএসপি)র আঞ্চলিক প্রশিক্ষন কেন্দ্র রাঙ্গামাটি সদরে স্থাপনের দাবীতে মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। আজ (৭ অক্টোবর) মঙ্গলবার সকাল ১০ ঘটিকায় জেলা প্রশাসক কার্যালয়ের প্রধান ফটকে এই মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা বলেন, পাহাড়ি অঞ্চলে অসংখ্য প্রতিভাবান ক্রীড়াবিদ থাকা সত্ত্বেও সুযোগ-সুবিধার অভাবে তারা নিজেদের প্রতিভা বিকশিত করতে পারছে না। যদি রাঙামাটিতে BKSP-এর আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করা হয়, তবে এই অঞ্চলের তরুণ-তরুণীরা দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ে আরও ভালোভাবে নিজেদের যোগ্যতা প্রমাণ করতে পারবে।দেশের জন্য সম্মান এবং গৌরব বয়ে আনতে পারবে।
বক্তারা আরও বলেন,বিকেএসপির আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র রাঙ্গামাটি সদরে স্থাপনের কথা থাকলেও একটি মহল এটিকে পাশের উপজেলায় স্থাপনের জন্য পায়তারা চালাচ্ছে। আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই, অচিরেই বিকেএসপির আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র রাঙ্গামাটি সদরে স্থাপনের কার্যক্রম চালু করার জোর দাবি জানাই।
রাঙ্গামাটি জেলার ক্রীড়ামোদী ও রাঙ্গামাটিবাসীর ব্যানারে আয়োজিত মানববন্ধনে সাবেক ক্রীড়াবিদ,সুশীল সমাজের প্রতিনিধি,রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.