মাসুদ মাহাতাব, ঢাকা
অগ্নিকাণ্ড ও ভূমিকম্পের মতো দুর্যোগে আতঙ্ক নয়, সচেতনতা ও প্রস্তুতির মাধ্যমেই নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব—এই বার্তাকে সামনে রেখে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য একটি সচেতনতামূলক কর্মশালা আয়োজন করেছে সার্ভিসেস ফর সোশ্যাল অ্যান্ড এডুকেশনাল ডেভেলপমেন্ট - সিড ফাউন্ডেশন।
https://youtu.be/XfKw8rF7cZk?si=qj5eLZWSsuwAe937
শুক্রবার সকালে রাজধানীর মুগদার জেএস গ্রামার হাইস্কুলে অনুষ্ঠিত এ কর্মশালায় অগ্নি প্রতিরোধ, ভূমিকম্পকালীন করণীয়, ব্যক্তিগত ও সমষ্টিগত নিরাপত্তা নিশ্চিতকরণ এবং দুর্যোগ মোকাবিলায় মানসিক প্রস্তুতির ওপর গুরুত্বারোপ করা হয়।
কর্মশালায় উপস্থিত ছিলেন সিড ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক জনাব আরিফুল ইসলাম, মুগদা থানার এসআই শিউলি আক্তার, জেএস গ্রামার হাইস্কুলের চেয়ারম্যান জনাব মোঃ শামসুজ্জাহান বাদল, সোনারতরী শিশু-কিশোর সংঘের ফাউন্ডার ও মনোবিজ্ঞানী ফারজানা ফাতেমা (রুমী) এবং ডেমরা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের প্রশিক্ষিত স্বেচ্ছাসেবক জনাব মোঃ মিজানুর রহমান।
আলোচনায় অগ্নিকাণ্ডের সম্ভাব্য ঝুঁকি, আগুন লাগার সময় করণীয়, নিরাপদে স্থান ত্যাগের পদ্ধতি, ভূমিকম্পের সময় নিরাপদ আশ্রয় গ্রহণ এবং দুর্যোগ পরবর্তী প্রাথমিক করণীয় বিষয়গুলো সহজ ও ব্যবহারিক ভাষায় তুলে ধরা হয়। শিশুদের বোঝার সুবিধার্থে বাস্তব উদাহরণ ও সরাসরি নির্দেশনার মাধ্যমে বিষয়গুলো উপস্থাপন করা হয়।
কর্মশালায় শিক্ষক প্রতিনিধি, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় অংশীজনদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়। অংশগ্রহণকারীরা জানান, এ ধরনের সচেতনতামূলক উদ্যোগ শিশুদের নিরাপত্তাবোধ বৃদ্ধি এবং দুর্যোগ মোকাবিলায় আত্মবিশ্বাস গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
উল্লেখ্য, এ কর্মশালাটি সিড ফাউন্ডেশনের পরিবেশ, দুর্যোগ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক সচেতনতা কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত হয়, যার উদ্দেশ্য ঝুঁকি হ্রাস, প্রস্তুতির সক্ষমতা বৃদ্ধি এবং একটি নিরাপদ ও সচেতন সমাজ গড়ে তোলা।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.