মো: নাজমুল হোসেন ইমন, মহানগর প্রতিনিধি, ঢাকা : রাজধানীর তেজগাঁওয়ে জুলেখা খাতুন (৩৭) নামে এক নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার দিবাগত রাত পৌনে একটার দিকে তেজগাঁওয়ের পোস্ট অফিস গলির এক দারোয়ানের কক্ষ থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
নিহত জুলেখা ময়মনসিংহ সদরের পুটিয়ালি গ্রামের খোরশেদ আলীর মেয়ে।
তেজগাঁও থানার এসআই মমতাজ জানান, শনিবার রাতে সংবাদ পেয়ে ১৬৫/এ/২ তেজগাঁও পোস্ট অফিসের গলির বাসার নিচ তলা দারোয়ানের কক্ষ থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ। ময়নাতদন্তের জন্য মরদেহ শহীদ সোহরাওয়ার্দী কলেজের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকে ঐ দারোয়ান পালাতক রয়েছেন। তাকে আটকের অভিযান চলছে।
তিনি আরও জানান, প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পারে- জুলেখা খাতুন গত তিন দিন আগে তার গ্রামের বাড়ি থেকে ঢাকার ওই বাড়িতে দারোয়ানের কাছে আসেন।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.