অবৈধ সংযোগ ব্যবহার এবং বকেয়া বিল পরিশোধ না করার অভিযোগে রাজধানীতে ২৬টি গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি।
শনিবার দিনভর অভিযান চালিয়ে এসব সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
তিতাস জানায়, মেট্রো ঢাকা বিপণন ও রাজস্ব বিভাগ-৫ এর অধিভুক্ত এলাকায় (ঢাকা উদ্যান, তুরাগ হাউজিং, একতা হাউজিং, নবীনগর হাউজিং এবং চন্দ্রিমা হাউজিং) বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে মেট্রো ঢাকা বিপণন ও রাজস্ব বিভাগ-৫ ও ৬ এর ৯টি টিম অংশগ্রহণ করে। এতে ২৬টি সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এরমধ্যে বকেয়ার কারণে ১২টি এবং অবৈধ কার্যকলাপের জন্য ১৪টি সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
তিতাসের মহাব্যবস্থাপক রশিদুল আলম জানান, ঈদের ছুটির কারণে কয়েকদিন এই অভিযান বন্ধ থাকবে। এরপর আবার অভিযান শুরু হবে।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2024 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.