খন্দকার তাওরিদ প্রান্ত
রাজধানীতে চুরি-ছিনতাই এবং অপরাধচক্রের উৎপাত যেন দিন দিন বেড়েই চলেছে। দিনে দুপুরে ডাকাতি-ছিনতাই এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের পাশাপাশি চুরির পরিমাণও যেন পরিণত হয়েছে এক নিত্য নৈমিতিক ঘটনায়। তেমনি এসকল বাসা-বাড়ি লুটপাট এবং চুরি সংক্রান্ত বিষয়ে এই আভিজাত্য এলাকায় কাজ করছে একটি সঙ্গবদ্ধ চক্র। ২০২৩ চলতি বছর শেষ হতে না হতেই একাধিক আকারে বেড়েই চলেছে এই চুরির পরিমান। এলাকাবাসী এবং ভুক্তভোগীরা জানান কর্মব্যস্ততার মাঝেও এখন এই চুরি ঠেকানোই যেন প্রধান চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে তাদের। তবে কে এবং কারা এই অপরাধচক্রের সঙ্গে জড়িত আছে তা এখনো পর্যন্ত জানা যায়নি বলে জানিয়েছেন এলাকাবাসী এবং ভুক্তভোগীরা। জানা যায়, এ সমস্ত চুরি সংক্রান্ত বিষয় নিয়ে উদ্বিগ্ন হয়ে ভুক্তভোগীরা খিলখেত থানা পুলিশের নিকট আশ্রয় নিলেও কে এবং কারা এই অপরাধচক্রের সঙ্গে জড়িত আছে তার নির্দিষ্ট কোন তথ্যাদি কিংবা প্রমাণ না থাকায় এই চক্রটিকে এখন পর্যন্ত ধরাশায়ী করতে পারছে না খিলক্ষেত থানা পুলিশ। তবে ভুক্তভোগীদের মতে, খুব দ্রুত এই চুরি সংশ্লিষ্ট বিষয়ে জড়িতদের ধরাশায়ী কিংবা আইনের আওতায় আনতে না পারলে এই প্রকোপ থেকে রক্ষা পাওয়া যাবে না বলে মনে করছেন এলাকাবাসী এবং ভুক্তভোগীরা।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.