মো: নাজমুল হোসেন ইমন, মহানগর প্রতিনিধি, ঢাকা: রাজধানীর বাড্ডায় ডিজে পার্টি থেকে বিদেশি মদ সহ চারজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। গ্রেপ্তারকৃতরা হলেন- আজাহারুল ইসলাম মোল্লা, মঈনুল ইসলাম চঞ্চল, রুস্তম আলী, পিরস চিসিম। এছাড়া পলাতক রয়েছেন- দ্রোহী রাকশান্দ, মো. ফয়সাল ও তাহমিদ রাকিব অতুল।ডিএনসির ঢাকা মেট্রো দক্ষিণ কার্যালয়ের উপ-পরিচালক মো. মাসুদ হোসেন বলেন, গত শুক্রবার মধ্যরাতে বাড্ডার সান ভ্যালি স্বদেশ প্রোপার্টিজ আবাসনের নাটমেগ খেলার মাঠে আয়োজিত ডিজে পার্টিতে মাদকবিরোধী অভিযান চালানো হয়। অভিযানে ৭ বোতল বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি মদ, ৮ বোতল ক্রাউন বেভারেজের হান্টার বিয়ার এবং পার্টিতে ব্যবহৃত ৭৬টি বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি মদের বোতল জব্দ করা হয়। এসময় ঘটনাস্থল থেকে চারজনকে গ্রেপ্তার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা জানিয়েছেন, ইকিউব এন্টারটেইনমেন্ট নামের একটি ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানের কয়েকজন কর্মকর্তার আয়োজনে ও পৃষ্ঠপোষকতায় ডিজে ও মাদক সেবনের পার্টি আয়োজন করা হয়েছিল। অভিযানে কয়েকজন পালিয়ে যান। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.