মো: নাজমুল হোসেন ইমন
রাজধানীর বাড্ডা থানার পূর্বাঞ্চল এলাকা থেকে সংঘবদ্ধ প্রতারক চক্রের ৫ সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বাড্ডা থানা পুলিশ।
গ্রেফতারকৃতদের নাম – মো: শাকিব হোসেন, মো: আল আমিন, মো: আবির, মো: রিপন মুন্সী ও মো: সুমন তালুকদার। এসময় তাদের হেফাজত থেকে প্রতারণার কাজে ব্যবহৃত ০৯টি মোবাইল ফোন ও ১২টি সিম কার্ড উদ্ধার করা হয়।
বাড্ডা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইয়াসীন গাজী দৈনিক মুক্তির লড়াই কে বলেন, শনিবার বাড্ডা থানা এলাকায় পুলিশ পরিদর্শক (তদন্ত) মুহাম্মদ আব্দুর রউফ সবুজ এর নেতৃত্বে পুলিশ উপ -পরিদর্শক মো: নাদিমুল হক নোমান এবং পুলিশ উপ-পরিদর্শক মো: মেহেদী হাসান গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে বাড্ডা থানাধীন পূর্বাঞ্চল এলাকায় একটি সংঘবদ্ধ প্রতারক চক্র অবস্থান করছে।
তৎপ্রেক্ষিতে আনুমানিক বিকাল সোয়া চারটার দিকে উক্ত স্থানে অভিযান পরিচালনা করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে প্রতারকদের গ্রেফতার করা হয় এবং বিভিন্ন আলামত সমূহ উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বাড্ডা থানায় মামলা রুজু হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.