জাতিসংঘে নিযুক্ত চীনের উপ-স্থায়ী প্রতিনিধি কেং শুয়াং গত (শুক্রবার) ইউক্রেন সমস্যা নিয়ে পর্যালোচনায়, সকল পক্ষকে রাজনৈতিকভাবে ইউক্রেন সংকট সমাধান করার আহ্বান জানিয়েছেন।
কেং শুয়াং বলেন, এখন ইউক্রেন সংকট গুরুত্বপূর্ণ পর্যায়ে পৌঁছেছে। সকল পক্ষের উচিত, রাজনৈতিকভাবে ইউক্রেন সমস্যা সমাধানের জন্য ঐকমত্যে পৌঁছানো এবং আরও প্রচেষ্টা চালিয়ে যাওয়া। সংঘাতের পক্ষগুলোর উচিত, যুদ্ধক্ষেত্রে পরিস্থিতি দ্রুত শান্ত করার উদ্যোগ নেয়া, রাজনৈতিক ইচ্ছা ও নমনীয়তা প্রদর্শন করা, শান্তি আলোচনার পথ খোলা রাখা, এবং সংলাপ ও আলোচনার মাধ্যমে একটি ব্যাপক, স্থায়ী ও বাধ্যতামূলক শান্তি চুক্তিতে পৌঁছানো। আন্তর্জাতিক সম্প্রদায়, বিশেষ করে স্বার্থসংশ্লিষ্ট পক্ষগুলোর উচিত, যুদ্ধবিরতি ও শান্তি আলোচনা এগিয়ে নেয়া, রাজনৈতিকভাবে সমস্যা সমাধানের জন্য ইতিবাচক পরিবেশ তৈরি করা, অনুকূল পরিস্থিতি সৃষ্টি করা এবং প্রয়োজনীয় সহায়তা প্রদান করা।
কেং শুয়াং আরও জানিয়েছেন, গত সাত দিনের মধ্যে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ ইউক্রেন সমস্যার জন্য তিনবার আলোচনা করেছে। সকল পক্ষকে নিরাপত্তা পরিষদের বৈঠকে সময় ব্যয় করার পাশাপাশি, মধ্যস্থতা ও শান্তি আলোচনার প্রচারে আরও বেশি সময় ও শক্তি ব্যয় করতে হবে। শান্তির জন্য চীন কাজ চালিয়ে যাবে, এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে, ইউক্রেন সংকটের রাজনৈতিক সমাধানে ইতিবাচক ও গঠনমূলক ভূমিকা পালন করবে।
সূত্র: অনুপমা-হাশিম-ছাই,চায়না মিডিয়া গ্রুপ।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.