রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানা পুলিশের বিশেষ অভিযানে ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
আটকৃত আসামিরা হলেন, মোঃ রেজাউল করিম রেজা (২৯), মোঃ ইয়াছিন আরাফাত রিমন (১৯), মোঃ সজীব ইসলাম।
শুক্রবার (১০ফেব্রুয়ারি) আরএমপি'র চন্দ্রিমা থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ মাসুদ পারভেজ এ তথ্য নিশ্চিত করেছেন।
রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানাধীন হাজরাপুকুর ডাবতলা এলাকায় অভিযান পরিচালনা করে ১৮ (আঠারো) গ্রাম হেরোইনসহ মোঃ রেজাউল করিম রেজা (২৯), পিতা-মৃত খায়রুল ইসলাম, সাং- হাজরা পুকুর (ডাবতলা), থানা- চন্দ্রিমা, মহানগর রাজশাহী নামে ০১ জন ব্যক্তিকে আটক করেন। উক্ত ব্যক্তির বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তার বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
অপর অভিযানে আসাম কলোনী বউ বাজার এলাকা হতে চন্দ্রিমা থানার মামলা নং-১৩, তারিখ-১৮/০১/২০২৩ খ্রিঃ, ধারা-৩৭৯ পেনাল কোড-১৮৬০ এর আসামী ১। মোঃ ইয়াছিন আরাফাত রিমন (১৯), পিতা-মোঃ জাহাঙ্গীর আলম, মাতা-মোসাঃ সেলিনা বেগম, সাং- আসাম কলোনী বউ বাজার জনৈক সারোয়ার এর বাড়ির ভাড়াটিয়া, থানা- চন্দ্রিমা, মহানগর রাজশাহী এর ভাড়া বসত বাড়ি হতে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে চুরি যাওয়া ৭/১৮ ক্যাবলের অনুমানিক ৯০ গজ বৈদ্যুতিক তার জব্দ তালিকা মূলে জব্দ করা হয়।
এছাড়াও চন্দ্রিমা থানার পৃথক অভিযানে সিআর ওয়ারেন্ট এর আসামী ১। মোঃ সজীব ইসলাম, পিতা-খরকু মিয়া, সাং-মুশরইল (নর্দান আবাসিক এর পার্শ্বে), থানা-চন্দ্রিমা, মহানগর রাজশাহীকে গ্রেফতার করা হয়। উপরোক্ত আসামীগণকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.