মোঃ সোহেল আমান, রাজশাহী ব্যুরো
রাজশাহীর জেলা পুলিশ লাইন্সের একটি শৌচাগার থেকে মাসুদ রানা (৩৪) নামের এক পুলিশ কনস্টেবলের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
রোববার সকালে ব্যারাকের শৌচাগারে এক্সজস্ট ফ্যানের গ্রিলে ঝুলন্ত অবস্থায় তার লাশ দেখতে পান সহকর্মীরা।
নিহত মাসুদ রানা নাটোরের গুরুদাসপুর উপজেলার পাঁচশিশা গ্রামের বাসিন্দা। তিনি বাগমারা থানার যোগীপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রে কর্মরত ছিলেন এবং চিকিৎসার জন্য বিভাগীয় পুলিশ হাসপাতালে এসে জেলা পুলিশ লাইন্সে অবস্থান করছিলেন।
রাজপাড়া থানার ওসি আশরাফুল ইসলাম জানান, মাসুদ রানা নিজের পরনের প্যান্ট দিয়ে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
ময়নাতদন্তের জন্য মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
বাগমারা থানার ওসি তৌহিদুল ইসলাম জানান, মাসুদ পারিবারিক টানাপোড়েন এবং স্ত্রীর সঙ্গে দ্বন্দ্বে ছিলেন। এ কারণেই তিনি আত্মহত্যা করতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.