মোঃ সোহেল আমান, রাজশাহী ব্যুরো
রাজশাহী জেলার বাঘা থানাধীন গড়গড়ী ইউনিয়নের আশরাফপুর গ্রামে রাতভর অভিযোগ চালিয়ে বিকাশ ও ইমো প্রতারকচক্রের চারজন হ্যাকারকে গ্রেফতার করেছে রাজশাহী জেলা পুলিশ। অভিযানে সহযোগিতা করে র্যাব ও সেনাবাহিনীর সদস্যরা।
গ্রেফতারকৃত হ্যাকাররা হলেন, মোঃ জুবায়ের হাসান শিশির (২১), মোঃ জাহিদ হাসান সিজান (১৯), মোঃ শরিফুল ইসলাম সিজান (৩৪) ও মোঃ রতন আলী (২৫)। মোঃ জুবায়ের হাসান শিশির ও মোঃ জাহিদ হাসান সিজান রাজশাহী জেলার বাঘা থানার আশরাফপুর গ্রামের মোঃ ফারুক হোসেন লিটনের পুত্র, মোঃ শরিফুল ইসলাম সিজান একই জেলার একই থানার একই গ্রামের মোঃ শহিদুল ইসলামের পুত্র এবং মোঃ রতন আলী একই জেলার একই থানার খানপুর গ্রামের মৃত শফিকুল ইসলামের পুত্র।
পুলিশের দেয়া তথ্য মতে, রাজশাহী জেলার বাঘা থানা ও নাটোর জেলার লালপুর থানা এলাকায় বিকাশ ও ইমো প্রতারক চক্র দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন প্রান্তের মানুষকে প্রতারিত করে টাকা হাতিয়ে নিচ্ছিলো। বিষয়টি রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহানের নজরে আসে। এরপর অপরাধীদের ধরতে রাজশাহী জেলা পুলিশ, র্যাব ও সেনাবাহিনীর যৌথভাবে অভিযানে নামে।
বুধবার মধ্যরাত থেকে বৃহস্পতিবার ভোর ৬ টা পর্যন্ত এই অভিযান পরিচালনা করে যৌথ বাহিনী। অভিযানে বিকাশ ও ইমো প্রতারকচক্রের এই ৪ জনকে গ্রেফতার করা হয়।
জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল আলম জানান, পলাতক অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে। এদিকে গ্রেফতারকৃত ও পলাতক অভিযুক্তদের বিরুদ্ধে রাজশাহী জেলার বাঘা থানায় একটি মামলা করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.