মোঃ বিশাল উদ্দিন, পবা (রাজশাহী)
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সামনে থেকে ওয়ার্ডে রোগী নিতে এবং অ্যাম্বুলেন্স সেবায় সিন্ডিকেটের মাধ্যমে সাধারণ মানুষের কাছ থেকে অতিরিক্ত টাকা হাতিয়ে নেয়ার প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দুদকের রাজশাহী অফিসের সহকারী পরিচালক আমীর হোসেন জানান, বুধবার (২৫ জুন) দুপুরে হাসপাতালে অভিযানে বেশ কিছু দুর্নীতির প্রমাণ মিলেছে। জরুরী বিভাগ থেকে ট্রলিতে করে রোগী বিভিন্ন ওয়ার্ডে নিয়ে যাবার সময় কোন টাকা নেওয়ার নিয়ম না থাকলেও রোগীর স্বজনদের নিকট থেকে ২০০ থেকে ৫০০ টাকা পর্যন্ত আদায় করা হয়।
এছাড়া বেসরকারি অ্যাম্বুলেন্স চালকরা সিন্ডিকেটের মাধ্যমে রোগী ও মৃতদের স্বজনদের নিকট থেকে এক হাজার বাড়তি টাকা ইনকাম করেন।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.