গাজীপুর ভবানীপুরে রাজেন্দ্র ইকো রিসোর্ট সিলভার রেইন নামীয় একটি প্রতিষ্ঠানে সন্ত্রাসী কায়দার দখলের অভিযোগ উঠেছে।
জানা যায়- ৬টি ভবন ও নিজস্ব ২টি বিল্ডিং নিয়ে গত ৩ বছর যাবত সামস ডেভেলপারস রিসোর্ট ব্যবসা পরিচালনা করে আসছে। রিসোর্টটি যখন তারা লিজ নেন তখন তা ছিল সম্পূর্ণ বিধ্বস্ত। অপারেটর কোম্পানি ব্যবসায়িক স্বার্থে ৭/৮ কোটি টাকা বিনিয়োগ করে সম্পূর্ণ ব্যবসায়িক ভাবে প্রতিষ্ঠানটিকে দাঁড় করায় এবং ১০ বছরের জন্য চুক্তিবদ্ধ হয়।
কিন্ত হঠাৎ করে তারা চুক্তি ভঙ্গের নোটিশ প্রদান করে সম্পূর্ণ সন্ত্রাসী কায়দায় ৩য় পক্ষকে দিয়ে রিসোর্টে হামলা করে ও মালামাল লুট করে। রিসোর্টের মালামাল সহ চুঙ্গারচালা এলাকাবাসী ১জনকে আটক করে। পুলিশ এসে মালামাল জব্দ করে আসামীকে থানায় নিয়ে যায়। এ ঘটনায় মামলা রুজু হবে জানিয়েছেন জয়দেবপুর থানা পুলিশ।
বিস্তারিত আসছে....
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.