মোঃ রায়হান, নওগাঁ
রাণীনগরে অবৈধভাবে চাল মজুদ করার অপরাধে দীনেশ চন্দ্র নামের এক ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।
তিনি সরকারী নির্দেশনা অমান্য করে উপজেলা পারইল ইউনিয়নের তার নিজ বাড়িতে অবৈধভাবে চাল সংরক্ষণ করেছেন। গোপন সংবাদের ভিত্তিতে রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে তাবাসসাম দীনেশ চন্দ্রের বাড়িতে গিয়ে অবৈধ ভাবে চাল মজুদ করার কথা জিজ্ঞাসা করলে, দীনেশচন্দ্র অবৈধ তা অস্বীকার করেন। পরে বাড়ির গোডাউন তল্লাশি করে ৩৫০ বস্তা চাল অবৈধ ভাবে মজুদ করা অবস্থায় পাওয়া যায়।
এই মর্মে সরকারি নির্দেশনা অনুযায়ী অবৈধ চাল সংরক্ষণ করে রাখার জন্য দীনেশচন্দ্রকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
ভবিষ্যতে আর কখনো অবৈধভাবে চাল সংরক্ষণ না করার অঙ্গীকার করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে তাবাসসুম বলেন, পরবর্তী সরকারি নির্দেশ না পাওয়া পর্যন্ত এই অভিযান অব্যাহিত থাকবে।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.