 
     মোঃ রায়হান, ক্রাইম রিপোর্টার, নওগাঁ জেলা: নওগাঁর রাণীনগরে ঘরের জানালা ভেঙে ঘরে ঢুকে এক প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলায় রহিদুল ওরফে ভোলতা (৪৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার উপজেলার আবাদপুকুর বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রহিদুল ওরফে ভোলতা উপজেলার আমিরপুর চাচকৈপাড়া গ্রামের সাবের আলীর ছেলে।
মোঃ রায়হান, ক্রাইম রিপোর্টার, নওগাঁ জেলা: নওগাঁর রাণীনগরে ঘরের জানালা ভেঙে ঘরে ঢুকে এক প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলায় রহিদুল ওরফে ভোলতা (৪৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার উপজেলার আবাদপুকুর বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রহিদুল ওরফে ভোলতা উপজেলার আমিরপুর চাচকৈপাড়া গ্রামের সাবের আলীর ছেলে।
পুলিশ জানায়, গত ২৪ জুলাই রাতে ওই প্রবাসীর স্ত্রী তার শ্বাশুড়ি ও দাদি শ্বাশুরির সঙ্গে একই ঘরে ঘুমিয়ে ছিলেন। গভীর রাতে ঘরের জানালা ভেঙে ঘরে ঢুকেন রহিদুল ওরফে ভোলতা। এ সময় প্রবাসীর স্ত্রীকে রহিদুল জোরপূর্বক ধর্ষণ চেষ্টা চালায়। এমতাবস্থায় গৃহবধূর চিৎকারে তার শ্বাশুড়ি ও দাদি শ্বাশুড়ি ঘুম থেকে উঠলে রহিদুল সেখান থেকে পালিয়ে যায়। এ ঘটনায় গৃহবধূর শ্বাশুড়ি বাদী হয়ে রহিদুলকে আসামি করে ৪ আগস্ট রাণীনগর থানায় ধর্ষণচেষ্টা মামলা দায়ের করেন।
সত্যতা নিশ্চিত করে রাণীনগর থানার অফিসার ইনচার্জ ওসি আবুল কালাম আজাদ বলেন, ধর্ষণ চেষ্টা মামলায় আসামিকে আটক করে। আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.