মোঃ রায়হান, নওগাঁ
নওগাঁ রাণীনগরে প্রশাসনের লোক দেখে ভেকু রেখেই পালিয়ে যায় মাটি চোরের দল।
শনিবার উপজেলার মিরাট ইউনিয়ন হঠাৎপাড়ার বাঁধ সংলগ্ন স্থানে সরকারি খাস জমি থেকে মাটি কেটে নিয়ে যায় চোরের দল। এমন খবরে মোবাইল কোর্ট এর অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ হাফিজুর রহমান। প্রশাসনের লোক দেখেন ভেকু মেশিনের ড্রাইভার ও মাটি কাটার সহযোগী লোকজন ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
পরে সহকারী কমিশনার (ভূমি) মোঃ হাফিজুর রহমান ভেকু মেশিনের ০২ টি ব্যাটারি জব্দ করেন।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.