মোঃ রায়হান আলী, নওগাঁ
তীব্র শীতপ্রবাহে যখন নিম্ন আয়ের মানুষজন চরম দুর্ভোগে দিন কাটাচ্ছে, তখন নওগাঁর রাণীনগর উপজেলায় মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে একদল উদ্যমী যুবক। অসহায় ও দরিদ্র মানুষের শীত নিবারণে তারা উপজেলার বিভিন্ন এলাকায় প্রায় ৬০০ জনের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে।
শনিবার (১৩ ডিসেম্বর) সকালে বড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই শীতবস্ত্র বিতরণ কার্যক্রমে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মনোয়ার হোসেন মিঠু। সংগঠনটির পৃষ্ঠপোষক আব্দুল মতিন সরদার এবং রায়হানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাণীনগর উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাকিবুল হাসান।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাকিবুল হাসান বলেন, শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো একটি মহৎ মানবিক কাজ। সমাজের তরুণদের এমন উদ্যোগ সামাজিক দায়বদ্ধতা ও মানবিক চেতনার উজ্জ্বল উদাহরণ। তিনি এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ কে এইচ এম ইফতেখারুল আলম খান, রাণীনগর থানার অফিসার ইনচার্জ আব্দুল লতিফ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহবুবুল আলম (কচি), জেলা প্রেস ক্লাবের সভাপতি রায়হান আলম এবং উপজেলা প্রেস ক্লাবের সভাপতি হারুন অর রশীদ। এছাড়া বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, সাংবাদিক ও স্বেচ্ছাসেবীরা অনুষ্ঠানে অংশ নেন।
বক্তারা বলেন, সমাজে বৈষম্য ও কষ্ট লাঘবে মানবিক মানুষের সম্মিলিত উদ্যোগ অত্যন্ত প্রয়োজন। বিশেষ করে শীত মৌসুমে দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো মানবতার প্রকৃত পরিচয় বহন করে।
শীতবস্ত্র পেয়ে উপকারভোগীরা সন্তোষ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। আয়োজক যুবকরা জানান, সমাজের অসহায় মানুষের দুঃখ-কষ্ট লাঘবে ভবিষ্যতেও তারা এমন মানবিক কার্যক্রম নিয়মিতভাবে পরিচালনা করবেন।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.