মোঃ রায়হান আলী, নওগাঁ জেলা
রাণীনগর উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) র একশত এক সদস্য বিশিষ্ট নতুন পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেছে নওগাঁ জেলা বিএনপি। এই নবগঠিত কমিটি নিয়ে দলের নেতাকর্মীদের মধ্যে বিরাজ করছে নতুন আশাবাদ এবং উদ্দীপনা।
গত রবিবার (২৭জুলাই) গঠিত নতুন কমিটিতে নানা ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের মূল্যায়নের পাশাপাশি উঠে এসেছে একাধিক চমক। তার মধ্যে সবচেয়ে আলোচিত নাম—পাভেল রহমান।
দীর্ঘদিন মাঠের রাজনীতিতে সক্রিয় থাকা এই কারানির্যাতিত, ত্যাগী ও পরিশ্রমী নেতা এবার জায়গা করে নিয়েছেন উপজেলা বিএনপির গুরুত্বপূর্ণ পদ প্রচার ও প্রকাশনা সম্পাদকে।
পাভেল রহমান দীর্ঘদিন ধরে জাতীয়তাবাদী সৈনিক দল এবং বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনে নেতৃত্ব দিয়ে আসছেন। বিভিন্ন আন্দোলন-সংগ্রামে সাহসী ভূমিকা এবং সাংগঠনিক দক্ষতার জন্য তিনি স্থানীয়ভাবে বেশ জনপ্রিয়। তার অন্তর্ভুক্তিকে রাণীনগরের রাজনীতিতে 'নতুন রক্ত' ও 'ভবিষ্যতের সম্ভাবনাময় নেতৃত্ব' হিসেবে দেখা হচ্ছে। রাজনৈতিক ব্যক্তিত্বের পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক সংগঠনের সাথে জড়িত।
দলের সভাপতি আলহাজ্ব মো: এছাহক আলী, সাধারণ সম্পাদক মো: মোসারব হোসেন এবং সাংগঠনিক সম্পাদক মো: মেজবা-উল-হক (লিটন) সহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দের এ সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন বিএনপির তৃণমূল নেতাকর্মীরা।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, পাভেল রহমানের মতো একজন সাহসী, স্পষ্টবাদী এবং সংগঠককে কমিটিতে অন্তর্ভুক্ত করা রাণীনগর উপজেলা বিএনপিকে আগামী দিনে আরও সুসংগঠিত ও গতিশীল করে তুলবে।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.