মো: নাজমুল হোসেন ইমন, মহানগর প্রতিনিধি, ঢাকা: এবার উত্তর সিটিতে রাতের আঁধারে কাটা হলো গাছ। সোমবার (২৯ মে) মধ্যরাতে রাজধানীর দারুস সালাম এলাকায় সড়ক বিভাজকের মাঝের বেশ কয়েকটি গাছ কেটে ফেলা হয়।সৌন্দর্য্য বাড়াতে বিভিন্ন এলাকায় নতুন করে সড়ক বিভাজক তৈরি করছে ঢাকা উত্তর সিটি করপোরেশন। এতে সড়ক বিভাজকের মাঝখানে থাকা গাছ কেটে ফেলা হচ্ছে। গতকাল মধ্যরাতে রাজধানীর দারুস সালাম থানার টেকনিক্যাল এলাকায় গিয়ে দেখা যায়, গাছ কেটে সড়ক বিভাজক তৈরি করছে ঠিকাদার প্রতিষ্ঠানের লোকজন। পরে গাছগুলো ট্রাকে করে নিয়ে যাওয়া হয়।এর আগে দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) ঢাকা নগরের গাছ কেটে 'সৌন্দর্যবর্ধন' এর কাজ শুরু করে। পরিবেশবাদী ও সচেতন নাগরিকদের বিরোধিতা সত্ত্বেও রাজধানীর ধানমন্ডি সাত মসজিদ সড়কের গাছ কাটা অব্যাহত রেখেছে ডিএসসিসি। এদিকে রাজধানীজুড়ে তীব্র তাপদাহে উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) উত্তপ্ত ঢাকার তাপমাত্রা কমানোর জন্যে 'চিফ হিট অফিসার' নিয়োগ দিয়েছে। এ কার্যক্রম পরিচালনার জন্য ঢাকা উত্তর সিটিতে এশিয়ার প্রথম শহর হিসেবে বুশরা আফরিনকে চিফ হিট অফিসার (সিএইচও) পদে নিয়োগ দেয়া হয়েছে। এছাড়াও মেয়র আতিক ঢাকা শহরের তাপমাত্রা কমাতে আগামী দুই বছরে দুই লক্ষ গাছ লাগানোর ঘোষণা দেন।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.