ডাক্তার মমতাজ রহমান
কত বসন্ত এলো আর গেলো
আমরা মনটাকে উদাস করে দিয়ে
"তুমি" আসবে এই শুন্য জীবনে
অপেক্ষা করতাম শুধুই...........।
সুশোভিত চেরী ফুলের সমারোহে
তোমার নিস্পলক
দুটি চোখ, আমার চোখের গভীরে খুঁজে পাবে
শেষ আশ্রয় ।
নির্ঘুম রাজনী কেটেছে কত জানালার পাশে
দাঁড়িয়ে দেখতাম
রুশ যুবক - যুবতীদের প্রেমময় মধুর আলিঙ্গন ।
আর তাদের এই নিবিড় ভালোবাসা আমাকে
স্বপ্ন দেখাতো,
ভাবতাম...বহু প্রতীক্ষার পর হলেও কোন হৃদয় দোলা দেওয়া,
স্বপ্নভরা মুহূর্ত গুলোকে বাস্তব করে আসবে "তুমি"
আমার দ্বারে ।
আর তাই উদাস দুপুরে বেলকনিতে দাঁড়িয়ে
ভাবনার জগতে ডুবে যেতাম ।
এক এক করে দীর্ঘ সাতটি বসন্ত
আমার যৌবনের আঙিনা
দিয়ে পার হয়ে গেল, কিন্তু আমার "তুমি" আর এলেনা ।
দুচোখের সীমানার বাইরে জগৎটাকে
দেখতে দেখতে
নিস্পলক আঁখি যুগল ক্লান্ত হয়ে যেত ।
আমার সেই পড়ার টেবিল, সেই জানালা দিয়ে,
বাইরের বরফাচ্ছাদিত শহর দেখা......এটাই ছিল
আমার একমাত্র সম্বল ।
আমিতো পারিনি নিজেকে
হারিয়ে ফেলতে ...
আমি আমার ভাবনায় আমার কল্পনার মানুষকে খুজতাম ....।
একাকী বসে কোন এক পার্কে কোন সবুজ ঘাসের গালিচায়
অথবা কোন গোলাপ বাগানে,
"তুমি" আমার হয়ে আসবে বলে ছিল শুধু প্রতীক্ষা.....
আর প্রতীক্ষা.....
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.