চীনা প্রেসিডেন্ট সি চিন পিং রাশিয়ায় আসন্ন ১৬তম ব্রিক্স শীর্ষসম্মেলনে অংশগ্রহণ করবেন। এ উপলক্ষ্যে, চায়না মিডিয়া গ্রুপ (সিএমজি), রুশ ‘রাশিয়া পত্রিকা’, রাশিয়ার গ্রেট এশিয়া টেলিভিশন কেন্দ্র, রাশিয়ার ব্রিক্স টেলিভিশন কেন্দ্র, ডিজিটাল টিভি কেন্দ্র, নতুন গণমাধ্যম প্ল্যাটফর্ম ওকেকেও, ও বৃহত্তম সামাজিক মিডিয়া ভিকে যৌথভাবে, সিএমজি’র প্রিমিয়াম অনুষ্ঠানগুলোর স্ক্রিনিং গত (শুক্রবার) রাশিয়ায় শুরু করেছে।
সিপিসি’র প্রচার বিভাগের উপমন্ত্রী ও সিএমজি’র মহাপরিচালক শেং হাই সিয়োং এ উপলক্ষ্যে দেওয়া এক ভিডিও-ভাষণে বলেন, চলতি বছর হলো নয়াচীন প্রতিষ্ঠার ৭৫তম বার্ষিকী ও চীন-রাশিয়া কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৭৫তম বার্ষিকী এবং চীন-রাশিয়া সাংস্কৃতিক বর্ষের শুরুর বছর। দু’দেশের নেতাদের কৌশলগত নির্দেশনায়, দু’দেশ নতুন ধরনের বড় দেশের সম্পর্কের একটি মডেল গড়ে তুলেছে। দু’দেশের গণমাধ্যমগুলোর মধ্যে যোগাযোগ ও সহযোগিতা দিন দিন বাড়ছে। এবারের কার্যক্রম হলো দু’দেশের নেতাদের বৈঠকের সাফল্য বাস্তবায়ন এবং দু’দেশের মৈত্রী বাড়ানোর একটি প্রাণবন্ত অনুশীলন।
‘রাশিয়া পত্রিকা’-র মহাপরিচালক পাভেল নেগোইকা তাঁর ভাষণে বলেন, সাংস্কৃতিক যোগাযোগ হলো দু’দেশের সম্পর্কের গুরুত্বপূর্ণ অংশ। ‘রাশিয়া পত্রিকা’ সিএমজি’র সঙ্গে আরও সমৃদ্ধ সাংস্কৃতিক সহযোগিতা চালাতে চায়, যাতে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন ত্বরান্বিত করা সম্ভব হয়।
রাশিয়ায় চীনা রাষ্ট্রদূত চাং হান হুই বলেন, সিএমজি’র অনুষ্ঠানগুলো রুশ দর্শকদের সামনে চীনের সুন্দর প্রাকৃতিক দৃশ্য, সমৃদ্ধ সভ্যতা, সূদীর্ঘকালের ইতিহাস এবং কাহিনী ও রীতিনীতি তুলে ধরবে। বিশ্বাস করা যায়, এসব অনুষ্ঠানের মাধ্যমে একটি বিশ্বাসযোগ্য, সুন্দর এবং সম্মানজনক চীনকে তাঁরা দেখতে পাবেন। এর মাধ্যমে দু’দেশের পারস্পরিক সমঝোতা বাড়বে এবং মৈত্রীর নতুন সেতু প্রতিষ্ঠিত হবে।
সূত্র; ছাই-আলিম-ওয়াং হাইমান, চায়না মিডিয়া গ্রুপ।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2024 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.