নাহিদ জামান, খুলনা
রূপসায় ৫'ম অধ্যক্ষ খান আলমগীর কবির স্মৃতি ১৬ দলীয় ফুটবল টুর্নামেন্টের ১ম কোয়াটার ফাইনাল ১২ নভেম্বর মঙ্গলবার বিকালে কাজদিয়া সরকারী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়।
খেলাটি বটিয়াঘাটা তরুন সংঘ এবং আইচগাতী জেকেএস ক্রীড়া সংস্থার মধ্যে অনুষ্ঠিত হয়।
খেলার প্রথমার্ধের ০৬ মিনিটের সময় বটিয়াঘাটা তরুন সংঘের ৮ নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় সাকিব এর দুর্দান্ত গোলে ১-০ তে এগিয়ে যায়। দুই দলের খেলোয়ারদের মধ্য আক্রমন পাল্টা আক্রমন চললেও খেলার নিদৃষ্ট সময়ের মধ্য কোন দল আর গোলের দেখা না পাওয়ায় বটিয়াঘাটা তরুন সংঘ ১-০ তে জয় লাভ করে সেমিফাইনাল ফাইনাল নিশ্চিত করে।
খেলা পরিচালনা করেন নাজমুল ইসলাম, আলী আকবর, মুক্তার হোসেন মিঠু। খেলায় ধারাভাষ্যকার দায়িত্ব পালন করেন মোস্তাহিদুর রহমান মুক্ত।
খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বক্তৃতা করেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক অধ্যাপক আহমেদুল কবীর চাইনিজ, ফুটবল কোচ মোঃমুস্তাকুজ্জামান, বিএনপি নেতা আঃ মালেক শেখ, সমাজসেবক আলম শেখ, বিএনপি নেতা শামীম হাসান, প্রভাষক বাশির আহম্মেদ লালু, ফিফা রেফারি মনির ঢালী, জুনায়েদ ঢালী, ক্রীড়া সংগঠক মোঃ আলী আজগর, আয়ূব খান,জামাল শেখ, সজীব খান, বিল্লাল শেখ, হাফিজুর রহমান, আবু মুসা, মোঃ তরিকুল ইসলাম, খালিদ ফেরদৌস, মিরান শেখ, তাহসিন প্রমূখ।
অনুষ্ঠানে খেলায় বিজয়ী দল কে পুরস্কৃত করা হয়।
বিজীত দলের সজল কে সেরা খেলোয়াড়ের পুরস্কার প্রদান করা হয়।
পুরস্কারের স্পসার করেন কাজদিয়া গ্রামের সন্তান সাবেক ফুটবলার কোরিয়া প্রবাসী জুয়েল পারভেজ।
পুরস্কার বিতরন শেষে বিজীত দলের সেরা খেলোয়ার সজল এবং বিজয়ী দলের অধিনায়ক গোলকিপার মিজানুর রহমান তাদের প্রতিক্রিয়া ব্যাক্ত করেন।
আগামীকাল বুধবার ২য় কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে নৈহাটি সান স্পোর্টিং ক্লাব এবং খুলনা সিটি ফুটবল ক্লাব।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.