নাহিদ জামান, খুলনা
ব্যাপক উৎসাহ-উদ্দীপনা আর নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে ঐতির্য্যবাহী মানসা কালীবাড়ী মন্দিরে ১৪ ফেব্রুয়ারি বুধবার প্রতি বছরের ন্যায় এবারও হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা উদযাপিত হয়েছে।
শাস্ত্রমতে, সনাতন ধর্মাবলম্বীরা প্রতি বছর মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে শ্বেতশুভ্র সরস্বতী দেবীর আরাধনা করেন। সরস্বতী কে বিদ্যার দেবী বলা হয়ে থাকে। তাই শিক্ষার্থীরা এই পূজায় বেশি মনোযোগী হয়। সকাল থেকে মন্দির চত্বরে লুচি তৈরির জন্য ভক্তবৃন্দ নিজ হাতে ময়দা থেকে লুচি তৈরি করে তেলের ভাজা, ডাউল রান্নার কাজ, পুজা অর্চনা সহ বিভিন্ন আনুষ্ঠানিকতার কাজ শেষ করে। দপুর ১২ টার পর থেকে মন্দির চত্ত্বরে শিক্ষার্থী সহ হাজার হাজার ভক্তের সমাগম হয়। মন্দিরের সেচ্ছাসেবীরা নিরলস পরিশ্রম করে সকল ভক্তবৃন্দ কে মন্দির চত্ত্বরে বসিয়ে প্রসাধ খাওয়ানো সহ সকল আচার অনুষ্ঠান শেষ করেন।
এব্যপারে মন্দির কমিটির সভাপতি রবিন্দ্রনাথ হালদার বাটুল বলেন, মানসা কালী মন্দির জাগ্রত মায়ের মন্দির, দুইশত বছরের ও অধিক কাল থেকে প্রতিষ্ঠিত এই মন্দিরে কালী পুজা, দুর্গা পুজা, সরস্বতি পুজা সহ সকল ধর্মীয় আচার অনুষ্ঠান পালন হয়ে থাকে।
মন্দির কমিটির সাধারন সম্পাদক বাবলু কুমার আশ বলেন প্রতিবছরের ন্যায় এ বছরও আমরা
ব্যাপক উৎসাহ-উদ্দীপনা আর নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে মন্দিরে সরস্বতী পুজা উদযাপন করছি। এবার ও পাঁচ থেকে ছয় হাজার ভক্ত পুজায় অংশ গ্রহন করেছে।
এসময় উপস্থিত ছিলেন, মিলন সেন, অরুন গুহ, শেখর রায়, তন্ময় সেন, প্রশান্ত সাহা, অজয়চক্রবতী, সুধাম সরকার, লিটন হালদার, বিশ্বজিৎ হালদার, কমলেস সিংহ, মানিক পাল প্রমূখ।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.