রাকিবুল ইসলাম
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের চনপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকায় ইউপি সদস্য শমসের আলীর মুক্তির দাবিতে ডেমরা-কালীগঞ্জ সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। সকালে চনপাড়া এলাকার ডেমরা-কালীগঞ্জ সড়ক অবরোধ করে সড়কের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ করে। এতে সড়কের উভয় পাশেই দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
স্থানীয়রা জানায়, ভোরে কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের নব নির্বাচিত মেম্বার শমসের আলীকে সাদা পোশাক পরিহিত ডিবি পুলিশ পরিচয়ে তার বাড়ি থেকে আটক করে নিয়ে যায়।
https://youtu.be/okuEG44v4Fs?si=AI0nL9XMraeFohL2
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.