রাকিবুল ইসলাম, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ)
নারায়ণগঞ্জ রূপগঞ্জে উপজেলার ভুলতা গাউছিয়া এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কের অবৈধ কাঁচাবাজার ও দোকান পাট উচ্ছেদ করা হয়েছে।
২৩ অক্টোবর মঙ্গলবার ভুলতা হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ আলী আশরাফ মোল্লা, তার নেতৃত্বে মহাসড়কের উপর অবৈধভাবে গড়ে ওঠা কাপড়, জুতা, সবজি, ফল, মাছসহ বিভিন্ন ধরনের সহস্রাধিক দোকান পাট উচ্ছেদ করে মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করা হয়।
এ বিষয়ে ভুলতা হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ আশরাফ জানান, মহাসড়কের নিরাপত্তার স্বার্থে সেখান থেকে বাজার সরিয়ে দিতে আমরা প্রতিদিন তাদেরকে সতর্ক করার পাশাপাশি অভিযান পরিচালনা করছি। তিনি আরো বলেন, ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ যদি আমাদেরকে একটু সহযোগিতা করতেন তাহলে আমরা এসব অবৈধ বাজার মহাসড়ক থেকে পুরোপুরি উচ্ছেদ করতে সক্ষম হবো। তবে আমাদের অভিযান অব্যাহত আছে।
এছাড়াও মহাসড়কজুড়ে একাধিক পিকআপ ভ্যান, সিএনজি চালিত অটোরিকশা, ব্যাটারী চালিত অটোরিকশা, প্রাইভেটকার ষ্ট্যান্ড রয়েছে ফলে যানজট নিরসন করা যাচ্ছে না।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.